ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রা.) মাজারে সপ্তাহব্যাপী পবিত্র ওরস শুরু রোববার

প্রকাশিত: 8:27 am, August 10, 2025 | আপডেট: 8:27 am,

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রা.) মাজারে সপ্তাহব্যাপী পবিত্র ওরস শুরু রোববার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রা.) মাজারে সপ্তাহব্যাপী পবিত্র ওরস শুরু রোববার

বিশেষ প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খড়মপুরে অবস্থিত ঐতিহ্যবাহী হযরত শাহ সৈয়দ আহাম্মদ গেছু-দারাজ (প্রকাশ্যে শাহপীর কল্লা শহীদ) রাহমাতুল্লাহি আলাইহি মাজার শরীফে রোববার থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী পবিত্র ওরস মোবারক। এ আয়োজন চলবে আগামী ১৬ আগস্ট পর্যন্ত।

ইতিহাসখ্যাত এই আওলিয়ার বার্ষিক ওরসে দেশ-বিদেশ থেকে হাজারও ভক্ত-অনুরাগী সমবেত হন। ১৪ আগস্ট দিবাগত রাত ১২টায় অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম জানান, ভক্তদের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাজার সংলগ্ন রেলপথ ও তিতাস নদীতে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মাজার পরিচালনা কমিটির সম্পাদক ও খাদেম রফিকুল ইসলাম মিন্টূ বলেন, ওরসে আগত ভক্তদের জন্য তবারক বিতরণ ও অবস্থানের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে।

প্রতিবছরের মতো এবারও আধ্যাত্মিক এ মিলনমেলায় শান্তি ও ভক্তির আবহে মুখরিত হবে শাহপীর কল্লা শহীদ (রা.) মাজার প্রাঙ্গণ।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *