ত্রিশালে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন


মোঃ আব্দুল কাদের, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ-এর সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ত্রিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলা প্রেসক্লাব ত্রিশাল ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের যৌথ উদ্যোগে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ডে এ মানববন্ধন হয়।
উপজেলা প্রেসক্লাব ত্রিশালের সভাপতি সারোয়ার জাহান জুয়েলের সভাপতিত্বে ও নিউজ ২১ টিভির স্টাফ রিপোর্টার নাজমুল হাসান জীবনের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। বক্তারা তুহিন হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।
বক্তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও বর্তমানে তারা নিরাপত্তাহীনতার মধ্যে কাজ করছেন। দুর্নীতি ও অপরাধের খবর প্রকাশ করলেই সাংবাদিকরা হামলা, মামলা, হুমকি ও হত্যার শিকার হচ্ছেন। তারা সাগর-রুনি হত্যাসহ অতীতের সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার দাবি করেন এবং ন্যায়বিচার না পেলে সারাদেশে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।