সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন

প্রকাশিত: 5:22 am, August 12, 2025 | আপডেট: 5:22 am,

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন

হাতিম বাদশা: নারায়ণগঞ্জে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট ২০২৫) সকাল ১০টায় চাষাড়া শহীদ মিনারে সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক শহীদুল্লাহ রাসেলের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সম্পাদক ও মানবাধিকারকর্মী সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি, সহ-সভাপতি সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক সাংবাদিক সোলেমান হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক আহমেদ শরীফ পারভেজ, প্রচার সম্পাদক দয়াল মাসুদ, কোষাধ্যক্ষ লিটন হোসেন, দপ্তর সম্পাদক শাহিন আলম, সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ সেলিম, মহিলা বিষয়ক সম্পাদিকা নাসিমা প্রধানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও মানবাধিকারকর্মীরা।

 

সভাপতির বক্তব্যে মোহাম্মদ নুর আলম আকন্দ বলেন, “সাংবাদিকরা দেশের বিবেক। আমরা কোন অপশক্তি, চাঁদাবাজ বা সন্ত্রাসীদের ভয় করি না। কলম আমাদের হাতিয়ার। যারা গণমাধ্যমকে দুর্বল ভাবে, তারা বোকার স্বর্গে বাস করে।” তিনি দ্রুত আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *