গলাচিপায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: 5:27 am, August 12, 2025 | আপডেট: 5:27 am,

গলাচিপায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

 

মো. নাসির উদ্দিন, স্টাফ রিপোর্টার, পটুয়াখালী: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা এবং সাংবাদিক আনোয়ারকে হত্যাচেষ্টায় গুরুতর আহত করার ঘটনায় ও সারাদেশে সাংবাদিকদের ওপর চলমান নির্যাতন, নিপীড়ন ও হুমকির প্রতিবাদে গলাচিপায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার সকাল ৯টায় গলাচিপা থানার সামনে কর্মরত সকল স্থানীয় সাংবাদিকের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, স্বাধীন দেশে সাংবাদিককে হত্যা এবং আরেকজনকে হত্যাচেষ্টায় আহত করা চরম উদ্বেগজনক ও লজ্জাজনক ঘটনা। সংবিধান সাংবাদিকদের খবর সংগ্রহ, তথ্য প্রচার ও মত প্রকাশের অধিকার দিয়েছে—এ অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নেই। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। অবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা, নতুবা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

 

মানববন্ধনে বক্তব্য দেন—সিনিয়র সাংবাদিক মু. খালিদ হোসেন মিলটন, মো. হারুন অর রশিদ, মো. নাসির উদ্দিন, সাইমুন রহমান এলিট, ইশরাত হোসেন মাসুদ, মাসুদ রহমান, মো. জসিম উদ্দিন, সাকিব হাসান, মো. সোহেল আরমান, সোহাগ রহমান, মো. হাফিজ উল্লাহসহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের বহু প্রতিনিধিরা।

 

এছাড়াও উপস্থিত ছিলেন—মো. কাওসার আহমেদ, মো. মুনতাসীর মামুন, হাসান এলাহী, আহসান উদ্দিন জিকু, সাব্বির আহমেদ ইমন, মো. উজ্জ্বল মিয়া, মো. আল মামুন, মাজহারুল ইসলাম মলি, আরেফিন লিমন, মো. হাফিজ, মিঠুন চন্দ্র পাল, মো. নেছার উদ্দিন, শিশির রঞ্জন হাওলাদার, টিপু মৃধা, সোহেল রানা, আব্দুল মান্নান, মো. হেলাল উদ্দিন, মো. জসিম উদ্দিন, মো. মোস্তফা কামাল খান, মো. বাপ্পি, খন্দকার জলিল, আবু তালেব মোতাহার, মো. ইলিয়াস হোসেনসহ অন্যান্য স্থানীয় সাংবাদিকরা।

 

মানববন্ধন শেষে সাংবাদিকরা মঙ্গলবার একদিনের ‘কলম বিরতি’ কর্মসূচি ঘোষণা করেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *