ওয়ানডে র‍্যাংকিংয়ে আবারও ১০ নম্বরে বাংলাদেশ

প্রকাশিত: 7:08 pm, August 11, 2025 | আপডেট: 7:08 pm,

ওয়ানডে র‍্যাংকিংয়ে আবারও ১০ নম্বরে বাংলাদেশ
ওয়ানডে র‍্যাংকিংয়ে আবারও ১০ নম্বরে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:  গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়ে ওয়ানডে র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছিল বাংলাদেশ, নবম স্থানে উঠে এসেছিল মেহেদী হাসান মিরাজের দল। তবে এক মাস না যেতেই কোনো ম্যাচ না খেলেই আবারও দশম স্থানে নেমে গেছে টাইগাররা।

রোববার পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ডিএল মেথডে ৫ উইকেটে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ সালের পর পাকিস্তানের বিপক্ষে এটিই ক্যারিবীয়দের প্রথম জয়। এই জয়ে তাদের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৮, যা বাংলাদেশের চেয়ে এক পয়েন্ট বেশি। বাংলাদেশের রেটিং এখন ৭৭। সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানের কাছে হারলেও ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৭৮-ই থাকবে, ফলে নবম স্থানে তাদের অবস্থান আপাতত নিশ্চিত।

এবারের হালনাগাদ র‍্যাংকিংয়ে অবনতি হয়েছে পাকিস্তানেরও। ৪ নম্বর থেকে ৫ নম্বরে নেমে গেছে তারা, আর শ্রীলঙ্কা উঠে এসেছে চতুর্থ স্থানে। শীর্ষে রয়েছে ভারত (১২৪ রেটিং), দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড (১০৯ রেটিং)।

আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য র‍্যাংকিংয়ে শীর্ষ ছয় দলে থাকা বাধ্যতামূলক। বাকি ছয় দল আসবে বাছাইপর্বের মাধ্যমে। টুর্নামেন্টটি দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *