কেরানীগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: 9:13 pm, August 12, 2025 | আপডেট: 9:13 pm,

কেরানীগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

 

কেরানীগঞ্জ প্রতিনিধি: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে কেরানীগঞ্জ সাংবাদিক ক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে কেরানীগঞ্জ দক্ষিণ থানার সামনে ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে এ কর্মসূচি পালিত হয়।

 

মানববন্ধনে কেরানীগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি সাহেল আহমেদ সোহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন—জুরাইন প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও গ্লোবাল নিউজের স্টাফ রিপোর্টার মোঃ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সমাচার পত্রিকার ঢাকা বিভাগীয় অনুসন্ধানী সাংবাদিক হৃদয় ইসলাম চুন্নু, জুরাইন প্রেস ক্লাবের সভাপতি ও গ্লোবাল নিউজের সম্পাদক, কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ রাসেল কবির, সহ-সভাপতি সাংবাদিক আল আমিন তালুকদার, জাতীয় দৈনিক মাহফুজল বার্তার সিটি রিপোর্টার ও বাংলা নিউজ টুডে’র ব্যবস্থাপনা পরিচালক আসাদুল ইসলাম, সাংবাদিক মোঃ সোহেল হাওলাদার প্রমুখ।

 

বক্তারা আসাদুজ্জামান তুহিন হত্যার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা বারবার ঘটলেও অধিকাংশ ক্ষেত্রেই বিচার বিলম্বিত হয়, যা অপরাধীদের আরও উৎসাহিত করে।

 

মানববন্ধনে বক্তারা আরও বলেন, মুক্ত সাংবাদিকতা ও গণতন্ত্র রক্ষায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। এ ধরনের ঘটনা ঘটতেই থাকলে সত্য প্রকাশের পথ আরও সংকুচিত হয়ে পড়বে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *