সিরাজদিখানে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

প্রকাশিত: 9:57 pm, August 12, 2025 | আপডেট: 9:57 pm,

সিরাজদিখানে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নে মোঃ কাউসার খান ও অহিদুল শিকদারের ওপর বর্বরোচিত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার বেলা ১১টায় ইমামগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় নিমতলা-সিরাজদিখান সড়কের পাশে আহত পরিবারের সদস্য ও এলাকার সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশ নেন। কর্মসূচি থেকে বক্তারা হামলাকারী আতাউর রহমান অপু, রোমান মাঝি ও শরিফ হাওলাদারকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানান।

 

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ইমামগঞ্জ বাজার বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে সোনালী ব্যাংক রোড ঘুরে পুনরায় বাজার এলাকায় এসে শেষ হয়।

 

উল্লেখ্য, গত বুধবার বিকেলে বাসাইল ইউনিয়নের রাঙ্গামালিয়া এলাকায় মাটি ভরাট ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দক্ষিণ রাঙ্গামালিয়ার অহিদুল শিকদার ও ডাকাতিয়া পাড়ার কাউসার খানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে আতাউর রহমান অপু, রোমান মাঝি, শরিফ হাওলাদারসহ তাদের সহযোগীরা। এ ঘটনায় সিরাজদিখান থানায় একাধিক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *