আমতলীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন


আমতলী (বরগুনা) প্রতিনিধি : ‘প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকাল ১১টায় বরগুনার আমতলীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, শপথ পাঠ, সনদ ও উদ্যোক্তা ঋণের চেক বিতরণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খানের সভাপতিত্বে এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মিলন চন্দ্র শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস, সমবায় কর্মকর্তা মো. আজাদুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মো. রবিউল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মো. কামাল হোসেন, এ্যাডভোকেট মো. আওলাদ হোসেনসহ স্থানীয় সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা।
সভায় উপস্থিত শতাধিক তরুণকে শপথ পাঠ করান ইউএনও রোকনুজ্জামান খান। পরে ৪ জন নারী ও ৩ জন পুরুষ উদ্যোক্তাকে মোট ৬ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক প্রদান করা হয়।