মাধবপুরে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত: 10:05 pm, August 12, 2025 | আপডেট: 10:05 pm,

মাধবপুরে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

 

মো. ইফাজ খাঁ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে মাধবপুর প্রেসক্লাবে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন উপজেলা শাখা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

 

সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া লিখিত বক্তব্যে বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৫ জুলাই ২০২৫ তারিখের সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃত্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বঞ্চিত করবে। এটি বৈষম্যমূলক ও নেতিবাচক সিদ্ধান্ত বলে তিনি উল্লেখ করেন।

 

সভাপতি সাইফুল হক মীর্জা বলেন, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় এ ধরনের বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের প্রতিষ্ঠান থেকে অংশ নিয়ে সাফল্য অর্জন করেছে। তাই কোমলমতি শিক্ষার্থীদের সমঅধিকার রক্ষায় এ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানান তিনি।

 

সংবাদ সম্মেলনে উপজেলা সহ-সভাপতি গিয়াস উদ্দিন মাহমুদ, আফরোজ আক্তার নিলা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ মানিকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *