মামলা দিয়ে হয়রানি — সিরাজদিখানে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন


দেবব্রত দাস দেবু, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের তানিয়া আক্তার তার স্বামী ও পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। তিনি দাবি করেন, পূর্ব শত্রুতার জেরে একটি প্রভাবশালী মহল তার স্বামী শরিফ হাওলাদারকে জড়িয়ে মিথ্যা অভিযোগ ও হয়রানিমূলক মামলার ফাঁদে ফেলতে চেষ্টা করছে।
আজ বুধবার (তারিখ) বেলা ১২টার দিকে সিরাজদিখান প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তানিয়া আক্তার। তিনি বলেন, গত মঙ্গলবার ইমামগঞ্জ এলাকায় প্রতিপক্ষ মাহবুব খন্দকার ও তার সহযোগীরা শরিফ হাওলাদার এবং তার দেবরদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগ তুলে মানববন্ধন ও মিছিল করেছে। এর মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে।
তানিয়া আক্তার দাবি করেন, ঘটনাস্থলে তার স্বামী উপস্থিত ছিলেন না। ঘটনার সময় তিনি ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাপুর মোবাইল মার্কেটে অবস্থান করছিলেন, যা সিসিটিভি ফুটেজে প্রমাণ রয়েছে। তিনি প্রশাসন, সাংবাদিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে লিখিতভাবে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ পরিকল্পিতভাবে বিষয়টিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য মানববন্ধন ও অপপ্রচার চালাচ্ছে। তিনি এসব অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে তানিয়া আক্তারের সঙ্গে উপস্থিত ছিলেন মো. এমিলি, সীমা বেগমসহ কয়েকজন স্থানীয় গ্রামবাসী।