ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার ও মজিবুল হক চুন্নুকে ‘জাতীয় বেঈমান’ আখ্যা দিয়ে কুশপুত্তলিকা দাহ


রংপুর প্রতিনিধিঃ
জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুকে ‘জাতীয় বেঈমান’ আখ্যা দিয়ে কুশপুত্তলিকা দাহ ও রংপুর বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করেছে দলটির (আরেকাংশ) নেতাকর্মীরা।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে রংপুর মহানগরীতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। বিক্ষোভের নেতৃত্ব দেন দলের কো-চেয়ারম্যান ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
জাতীয় পার্টির সেন্ট্রাল রোডস্থ কার্যালয় থেকে শুরু হওয়া বিশাল মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে তিন নেতার ছবি সংবলিত কুশপুত্তলিকায় আগুন দেওয়া হয়। এসময় মিছিলকারীরা জুতা-স্যান্ডেল দিয়ে কুশপুত্তলিকা পদদলিত করে তাদের বিরুদ্ধে স্লোগান দেন।
সমাবেশে মোস্তাফিজার রহমান মোস্তফা অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে নেমে এসেছে, মব ভায়োলেন্স, চাঁদাবাজি, সন্ত্রাস ও গুম-খুন চলছে অবাধে। সাম্প্রতিক সময়ে রংপুরে ঘটে যাওয়া একাধিক হত্যার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘বাড়ি নিরাপদে ফিরতে পারব—এমন নিশ্চয়তা নেই।’
তিনি আরও অভিযোগ করেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে একটি খুন মামলাসহ ১৮টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সারা দেশে দলের হাজারো নেতাকর্মীর নামে শত শত গায়েবি মামলা দেওয়া হয়েছে। অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।
বিশ্বাসঘাতকতার অভিযোগে আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার ও মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে কঠোর ভাষায় আক্রমণ করে মোস্তফা বলেন, ‘তারা শেখ হাসিনার ছবি লাগিয়ে নির্বাচন করেছেন, এখন দল ভাঙার চেষ্টা করছেন। রংপুর বিভাগের যেখানেই পাওয়া যাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।’
সমাবেশে মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা আহ্বায়ক আজমল হোসেন লেবু, জাপা নেতা আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।