বরগুনায় জলবায়ু পরিবর্তন ও পারিবারিক সহিংসতা বিষয়ক ডায়ালগ অনুষ্ঠিত

প্রকাশিত: 6:12 pm, August 16, 2025 | আপডেট: 6:12 pm,

বরগুনায় জলবায়ু পরিবর্তন ও পারিবারিক সহিংসতা বিষয়ক ডায়ালগ অনুষ্ঠিত

বরগুনা প্রতিনিধি: আজ শনিবার সকালে বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জলবায়ু পরিবর্তন ও পারিবারিক সহিংসতা বিষয়ক ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। সুইডেন সরকারের আর্থিক সহায়তায় এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায়  প্রকল্পের আওতায় এ আয়োজন করে স্থানীয় উন্নয়ন সংস্থা এনএসএস।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তরের উপপরিচালক রথিনদ্রনাথ বিশ্বাস, সহকারী পুলিশ সুপার এ এনএম সাইফুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের প্রবেশনাল কর্মকর্তা মো. হেমায়েত উদ্দীন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ।

 

ডায়লগে বক্তব্য রাখেন এনএসএসের ডিরেক্টর প্রোগ্রাম মো. শহিদুল ইসলাম, জিকা কমিটির সভাপতি ও সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, সাংবাদিক জাকির হোসেন, সিআরইএ প্রকল্প সমন্বয়কারী নারগিস পারভিন মুক্তি, গ্রুপ সদস্য লিজা খাতুন, তুলশি রাণী, আব্দুর রহমান ও মরজিনা আক্তার।

 

অংশগ্রহণকারীরা ভেড়িবাঁধ নির্মাণ, স্লুইসগেট মেরামত, সুপেয় পানির ব্যবস্থা, সাইক্লোন শেল্টার সংস্কার ও রক্ষণাবেক্ষণসহ সরকারি সেবায় প্রবেশাধিকারের বিভিন্ন দাবি উপস্থাপন করেন। প্রধান অতিথি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

 

ডায়লগে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, জিকা কমিটির সদস্য, কিশোরী দল এবং গ্রুপ সদস্যসহ প্রায় ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *