খাগড়াছড়িতে জন্মাষ্টমী উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশিত: 8:16 pm, August 16, 2025 | আপডেট: 8:16 pm,

খাগড়াছড়িতে জন্মাষ্টমী উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি: ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম আবির্ভাব তিথি উপলক্ষে খাগড়াছড়িতে জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে শনিবার (১৬ আগস্ট) বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

 

উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এসময় জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অতিথিরা বলেন, শ্রীকৃষ্ণের আদর্শ সত্য, ন্যায় ও শান্তির প্রতীক। সবার এই চেতনাতেই সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে হবে।

 

শোভাযাত্রা ও নানা আয়োজনে শহরজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *