সিরাজদিখানে বিসিক কেমিক্যাল পার্ক পরিদর্শন করলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা – নূরজাহান বেগম

প্রকাশিত: 2:22 am, August 17, 2025 | আপডেট: 2:22 am,

সিরাজদিখানে বিসিক কেমিক্যাল পার্ক পরিদর্শন করলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা - নূরজাহান বেগম

সিরাজদিখান (মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ  মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালী বিসিক কেমিক্যাল শিল্প নগরী পার্কে ভ্যাকসিন প্রজেক্ট ও নতুন ফার্মাসিউটিক্যাল প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা নূরজাহান বেগম। আজ শনিবার (১৬ আগস্ট ) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত তিনি এ পরিদর্শন করেন।

 

এসময় উপস্থিত ছিলেন মোঃ আব্দুস সামাদ মৃধা, এমডি এসেন্সিয়াল ড্রাগস, মোঃ হাফিজুর রহমান, পিডি বিসিক কেমিক্যাল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপস) মোহাম্মদ কাজী হুমায়ুনুর রশিদ,সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, মুন্সিগঞ্জের সিভিল সার্জন একেএম ওবায়দুল্লাহ,সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোহাম্মদ ইব্রাহিম মিয়া এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকরসহ স্থানীয় জনপ্রতিনিধি

পরিদর্শনকালে উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, সরকারি রোডম্যাপ অনুযায়ী বিসিক কেমিক্যাল শিল্প পার্কের ভ্যাকসিন প্রজেক্ট ও নতুন ফার্মাসিউটিক্যাল স্থাপন করতে হবে। প্রজেক্টটি চালু হলে স্থানীয় মানুষের কর্মসংস্থান বাড়বে, বেকারত্ব কমবে এবং জনগণ সরাসরি উপকৃত হবে।

 

তিনি আরও জানান, প্রকল্প এলাকায় কোথায় কী স্থাপন হবে সে বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। বিসিকের পিডি মোঃ হাফিজুর রহমান জানান, আগামী সেপ্টেম্বর-অক্টোবর ২০২৫-এর মধ্যে প্রকল্পের অধিকাংশ কার্যক্রম সম্পন্ন হবে।

 

পরিদর্শন শেষে সকাল ১১টা মাননীয় উপদেষ্টা নূরজাহান নবাহগঞ্জ দোহারের উদ্দেশ্যে রওনা দেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *