নারায়ণগঞ্জে পাসপোর্ট করতে গিয়ে ধরা পড়ল রোহিঙ্গা যুবক


নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্ট করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন এক রোহিঙ্গা যুবক। সোমবার (১৮ আগস্ট) দুপুরে ফতুল্লার ভুইগড় আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম প্রথমে মো. আরিয়ান হিসেবে উল্লেখ করা হলেও ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের পর জানা যায়, তার আসল পরিচয় মো. আনোস। তিনি কক্সবাজারের উখিয়া থানার ২৬ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। রোহিঙ্গা ডাটাবেজ অনুযায়ী তার বাবার নাম নুর হোসেন এবং জন্ম তারিখ ২০০১ সালের ৭ জানুয়ারি। তিনি ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর বাংলাদেশে প্রবেশ করেন।
পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, ভুয়া তথ্য ব্যবহার করে এনআইডি সংগ্রহ করেছিলেন আনোস। সেই এনআইডি দিয়েই পাসপোর্টের জন্য আবেদন করলে কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় অসংগতি ধরা পড়ে। পরে তার ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে প্রকৃত পরিচয় নিশ্চিত হয়। তার কাছে পাসপোর্ট আবেদনপত্র, নথি এবং নারায়ণগঞ্জের একটি বিদ্যুৎ বিলের কপি উদ্ধার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, দালাল চক্রের সহায়তায় ওই রোহিঙ্গা যুবক ভুয়া কাগজপত্র সংগ্রহ করেন। লক্ষ্য ছিল বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট বানিয়ে মধ্যপ্রাচ্যে পালানো। এ ঘটনায় কারা জড়িত, দালাল চক্রের সদস্যরা কারা এবং নির্বাচন অফিসে কীভাবে ফাঁকফোকর তৈরি হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক শামীম আহমেদ বলেন, “আমাদের অফিসে যে কোনো আবেদনকারীর নথি সতর্কতার সঙ্গে যাচাই করা হয়। ওই যুবকের কাগজপত্রে অসঙ্গতি পাওয়ায় বিস্তারিত জিজ্ঞাসাবাদ করি। পরে নিশ্চিত হই, তিনি রোহিঙ্গা। সঙ্গে সঙ্গে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।”
তিনি আরও বলেন, দালাল চক্রের মাধ্যমে ভুয়া কাগজপত্রে পাসপোর্ট করার চেষ্টা ঠেকাতে কর্মকর্তারা সর্বদা সতর্ক আছেন। তবে এই ঘটনায় কারা জড়িত, তা বের করা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব।
এ ঘটনায় স্থানীয়রা প্রশ্ন তুলেছেন— রোহিঙ্গারা কীভাবে জাতীয় পরিচয়পত্র পাচ্ছে? নির্বাচন অফিসের তদারকিতেই বা এত বড় ফাঁকফোকর কেন? তাদের অভিযোগ, অসাধু কর্মকর্তা ও দালালদের শনাক্ত না করলে এ ধরনের ঘটনা আরও বাড়বে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটক রোহিঙ্গা যুবকের পেছনে থাকা দালাল চক্রকে আইনের আওতায় আনার জন্য তদন্ত চলছে। এ ধরনের অনিয়ম রোধে সবারই সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।