নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন

প্রকাশিত: 6:35 pm, August 26, 2025 | আপডেট: 6:35 pm,

নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন

 

হাতিম বাদশা: নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি বিদায়ী পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের স্থলাভিষিক্ত হলেন।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা ২৫ আগস্ট (সোমবার) জারিকৃত এক প্রজ্ঞাপনে এ বদলির সিদ্ধান্ত জানানো হয়।

 

২০২৩ সালের ৩০ আগস্ট নারায়ণগঞ্জে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন প্রত্যুষ কুমার মজুমদার। দুই বছর পর তিনি সদ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি হয়েছেন।

 

নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন ২৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক সভায় তিনি ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন সদ্য সিআইডিতে যোগ দেওয়া এসপি প্রত্যুষ কুমার মজুমদার।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *