বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজদিখানে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা


দেবব্রত দাস দেবু-সিরাজদিখান (মুন্সগিঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জ সিরাজদিখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে বিভিন্ন ইউনিয়ন হতে নেতাকর্মীরা বর্ণাঢ্য আনন্দ র্যালি সহকারে আসেন অনুষ্ঠান স্থলে।
এ সমাবেশকে ঘিরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা বাদ্যযন্ত্রের তালে তালে শ্লোগান দেয় সেই সাথে বিএনপির প্রতিক ধানের শীষ প্রত্যেকের হাতে শোভা পায়। মিছিল শেষে সিরাজদিখান শিকদার কমপ্লেক্সে সামনে সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরনের সভাপতিত্বে ও মোঃ শাহ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য মোঃ মমিন আলী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আওলাদ হোসেন মোল্লা। রশুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুল খালেক শিকদার,শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রাহাতুল ইসলাম ভূইয়া,সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মহিউদ্দিন আহম্মেদসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ মমিন আলী বলেন, জাতীয়তাবাদী আর্দশে সাধারণ জনগণকে একত্রিত করার লক্ষে ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর মেজর জিয়াউর রহমান বিএনপি নামক একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। ঐতিহ্য, গৌরব, সাফল্য ও সংগ্রামের মাধ্যমে দীর্ঘ পথ চলা এ দলের বর্তমান ভাইস চেয়ারম্যান তারেক রহমান শহীদ রাস্ট্রপ্রতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হিসেবে দেশের ১৮ কোটি মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সমাবেশটি জনসমুদ্রে পরিনত হয়।