রাজধানীর ধোলাইপাড়ে বিআরটিএ’র মোবাইল কোর্ট পরিচালনা, ১৫ যানবাহনকে জরিমানা

প্রকাশিত: 7:15 pm, September 4, 2025 | আপডেট: 7:15 pm,

রাজধানীর ধোলাইপাড়ে বিআরটিএ’র মোবাইল কোর্ট পরিচালনা, ১৫ যানবাহনকে জরিমানা

স্টাফ রিপোর্টার, ইউনুস হোসেন রনি:রাজধানীর যাত্রাবাড়ীর ব্যস্ততম ধোলাইপাড় এলাকায় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) সকালে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত-০১ এর মোবাইল কোর্ট পরিচালিত হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে প্রায় পৌনে দুই ঘণ্টা এই অভিযান পরিচালিত হয়।

 

অভিযান চলাকালে বিভিন্ন অনিয়মের কারণে মোট ১৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং ৬৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তবে এসময় কোনো যানবাহন ডাম্পিং করা হয়নি।

 

ধোলাইপাড় দক্ষিণবঙ্গগামী প্রায় ৩০ জেলার সংযোগস্থল। প্রতিদিন প্রায় দুই লাখ মানুষ পদ্মাসেতুর উৎপত্তিস্থল এই রুট হয়ে দক্ষিণাঞ্চলে যাতায়াত করে থাকেন। ফলে এলাকাটি সবসময়ই ব্যস্ত থাকে এবং পরিবহন খাতে নিয়ম-শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালানো হয়।

 

এ বিষয়ে ধোলাইপাড় ট্রাফিক ইনস্পেক্টর (টিআই) আব্দুল আজিজ নিশ্চিত করে জানান, বিআরটিএ’র মোবাইল কোর্টে অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *