ডাকসু নির্বাচনে উৎসবমুখর পরিবেশ

প্রকাশিত: 9:00 am, September 9, 2025 | আপডেট: 9:00 am,

ডাকসু নির্বাচনে উৎসবমুখর পরিবেশ
ডাকসু নির্বাচনে উৎসবমুখর পরিবেশ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ মঙ্গলবার সকাল ৮টায়। বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ। দীর্ঘ সাড়ে ছয় বছর পর আবারও অনুষ্ঠিত হওয়া এ নির্বাচনে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

সকাল থেকেই ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। ভোটকেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন ধরে শিক্ষার্থীদের ভোট দিতে দেখা গেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে বইছে নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ। শিক্ষার্থীরা সুষ্ঠু পরিবেশে ভোট দিয়ে যোগ্য প্রার্থীকে বেছে নিতে মরিয়া হয়ে উঠেছেন।

রাজনৈতিক পট পরিবর্তনের পর অনুষ্ঠিত এ নির্বাচনে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্বের প্রত্যাশা করছেন। সংশ্লিষ্টরা আশা করছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *