মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার সুযোগ নেই: সেনা সদর

প্রকাশিত: 9:20 am, September 9, 2025 | আপডেট: 9:20 am,

মব করে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার সুযোগ নেই: সেনা সদর
মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার সুযোগ নেই: সেনা সদর

স্টাফ রিপোর্টারঃ
মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযুদ্ধকে কোনোভাবেই ছোট করার সুযোগ নেই বলে কড়া সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বনানীর স্টাফ রোড মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সামরিক অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ শফিকুল ইসলাম এ অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, “মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশ সৃষ্টি হয়েছে। আমরা মুক্তিযোদ্ধাদের অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা করি, আগেও করেছি, এখনও করি, ভবিষ্যতেও করব। কোনো মব বা কোনো কিছু দিয়ে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার সুযোগ নেই।”

সংবাদ সম্মেলনে তিনি সারাদেশে সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরে জানান, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর নয়, বরং সব আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, যার মাধ্যমে গ্রেপ্তার ও আটক সম্ভব হলেও কোনো সাজা দেওয়ার ক্ষমতা নেই।

মব সন্ত্রাসের বিষয়ে সেনাবাহিনীর ‘জিরো টলারেন্স’ নীতির কথা তুলে ধরে কর্নেল শফিকুল ইসলাম বলেন, “যেখানে যখন মব হয়েছে, সেখানে দ্রুততার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কয়েকটি জায়গায় সোর্স থেকে তথ্য পেতে দেরি হওয়ায় সমস্যা তৈরি হয়েছে।”

মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসার সামনে মব সৃষ্টির ঘটনায় সেনাবাহিনীর ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি জানান, বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ডাকসু নির্বাচনে সাইবার বুলিংয়ের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সেনাবাহিনীর সঙ্গে এ নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা নেই। তবে কিছু মহল অপপ্রচার চালানোর চেষ্টা করেছে, যা সফল হয়নি। তিনি আশা প্রকাশ করেন, ডাকসু নির্বাচন একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করবে।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচন কমিশন যে দায়িত্ব দেবে, সেনাবাহিনী তা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পালন করবে।

অস্ত্র উদ্ধারের বিষয়ে কর্নেল শফিকুল ইসলাম বলেন, হারানো অস্ত্রের প্রায় ৮০ শতাংশ উদ্ধার করা হয়েছে এবং বাকি অংশ দ্রুত উদ্ধার করার চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনের পর সামরিক অপারেশন পরিদপ্তরের নতুন দায়িত্বপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনজুর হোসেন সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *