খাগড়াছড়িতে টেলিটক টাওয়ারে ১১ লাখ টাকার যন্ত্রাংশ চুরি, তিন যুবক গ্রেপ্তার

প্রকাশিত: 4:56 pm, September 9, 2025 | আপডেট: 4:56 pm,

খাগড়াছড়িতে টেলিটক টাওয়ারে ১১ লাখ টাকার যন্ত্রাংশ চুরি, তিন যুবক গ্রেপ্তার

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের জেলা পরিষদ পার্ক সংলগ্ন চেঙ্গী এপার্টমেন্টে টেলিটক বাংলাদেশ লিমিটেডের একটি বিটিএস টাওয়ার থেকে দুই দফায় প্রায় ১১ লাখ টাকার যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে পুলিশ উত্তর গঞ্জপাড়া এলাকার তিন যুবককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।

 

টেলিটক কর্মকর্তা ও মামলার বাদী মোঃ ইউনুছ (৩৮) জানান, গত ১৫ আগস্ট বিকেলে টাওয়ার হঠাৎ ডাউন হয়ে নেটওয়ার্কে বিঘ্ন ঘটে। পরদিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, টাওয়ারের উপরের অংশ থেকে ৬টি আরআরইউ (RRU) যন্ত্রাংশ চুরি হয়েছে। এর বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।

 

এরপর ৩০ আগস্ট রাত ১০টার দিকে টেলিটকের চট্টগ্রাম নেটওয়ার্ক অফিস থেকে জানানো হয় টাওয়ার সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। ৩১ আগস্ট ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, টাওয়ার রুমের লক ভাঙা এবং ভেতরের সব পাওয়ার সিস্টেম ক্যাবল, আর্থিং বাজবারসহ বিভিন্ন যন্ত্রাংশ উধাও। এতে আরও প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়।

 

ঘটনার এক সপ্তাহ পর খাগড়াছড়ি সদর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করা হয় (এফআইআর নং-০৩, তারিখ ০৮/০৯/২০২৫, জিআর নং-৮১, ধারা ৩৮০/৩৪ দণ্ডবিধি)। তদন্তে উত্তর গঞ্জপাড়া এলাকার তিন যুবকের সম্পৃক্ততা পাওয়া যায়।

গ্রেপ্তারকৃতরা হলো— মোঃ রানা (২০), পিতা-মৃত আব্দুল জলিল; মোঃ রমজান আলী ওরফে রমজু (২০), পিতা-সোনা মিয়া; এবং মোঃ আব্দুল ওয়াদুদ (২২), পিতা-সুরুজ আলী।

 

পুলিশি জিজ্ঞাসাবাদে আসামিরা চুরির বিষয়টি স্বীকার করে। তাদের দেখানো মতে খালের পাশের জঙ্গল থেকে কিছু চুরি যাওয়া ক্যাবল ও যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

 

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, গ্রেপ্তার তিন যুবককে সোমবার (৮ সেপ্টেম্বর) যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে খাগড়াছড়ি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

 

টেলিটকের জেলা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বারবার টাওয়ারে চুরি হওয়ার কারণে গ্রাহকরা নেটওয়ার্ক সমস্যায় পড়ছেন। দ্রুত নিরাপত্তা জোরদার না করা হলে আরও বড় ক্ষতি হতে পারে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *