ডাকসু নির্বাচন প্রত্যাখ্যান করলেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম

প্রকাশিত: 9:00 am, September 10, 2025 | আপডেট: 9:00 am,

ডাকসু নির্বাচন প্রত্যাখ্যান করলেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম
ডাকসু নির্বাচন প্রত্যাখ্যান করলেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।”

এর আগে রাতেই কয়েকটি কেন্দ্রের প্রাথমিক ফলাফল পাওয়া যায়। এতে দেখা গেছে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম বড় ব্যবধানে এগিয়ে আছেন।

নির্বাচন নিয়ে বিভিন্ন প্রার্থীর পক্ষ থেকে ইতোমধ্যে কারচুপি ও অনিয়মের অভিযোগ উঠেছে। তবে নির্বাচন কমিশন এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *