সিরাজদিখানে বিএনপির সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে মতবিনিময় সভা 

প্রকাশিত: 1:06 pm, September 13, 2025 | আপডেট: 1:06 pm,

সিরাজদিখানে বিএনপির সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে মতবিনিময় সভা 

দেবব্রত দাস দেবু-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ স্বাধীন সার্বোভৌম ভূখন্ডের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে মুন্সীগঞ্জ সিরাজদিখানে বিএনপির উদ্যোগে তৃণমূল কর্মীদের নিয়ে মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০ টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা শিকদার কমপ্লেক্স সংলগ্ন এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপি-ছাত্রদল, যুবদল নেতাকর্মীসহ এলাকার মুরুব্বীগন অংশগ্রহন করেন। সভা শেষে নিমতলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে বিএনপি।

সিরাজদিখানে বিএনপির সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে মতবিনিময় সভা 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আরীর সঞ্চালনায় সভাপতির বক্তেব্যে মতবিনিময় সভায় মুন্সীগঞ্জ -১ আসনের মনোনয়ন প্রত্যাশী সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গণতন্ত্র, অর্থনীতি, মানবাধিকার ও বাক-স্বাধীনতাসহ মানুষের মৌলিক অধিকার হরন করেছিল। যারা ন্যায্য অধিকার চেয়েছিল তাদের উপরই হামলা-মামলা দেয়া হয়েছে। এমনকি গুম খুনও করা হয়েছে। দেশের সকল ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। দেশ নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে। তিনি এই স্বাধীনতা ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পাশাপাশি চাঁদাবাজি, লুটপাট বা কাউকে যেন হয়রানি না করা হয় সেদিকে নেতাকর্মীদের সজাগ থাকতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে কেন্দ্রীয় বিএনপির সকল কর্মসূচিতে সক্রিয় থাকার আহবান জানান।

 

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি মেয়াজ্জেম হােসেন বাবুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতাহার হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান হাওরাদার,কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাছিম খান,মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক ছিদ্দিক মোল্লা, সিরাজদিখান উপজেলা যুবদল আহব্বায়ক ইযাছিন সুমন, সিরাজদিখান উপজেলা যুবদল সদস্য সচিব শাহাদাৎ শিকদার, চিত্রকোট ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদুল ইসলাম উজ্জ্বল মোল্লা প্রমুখ।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *