ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা হুমকিতে পরবে: অধ্যাপক আলী রীয়াজ


আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে বাংলাদেশে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা সৃষ্টি হওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। শনিবার বিকেলে রাজধানীর এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।
অধ্যাপক রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর প্রতি তিনি বারবার সমঝোতার আহ্বান জানিয়েছেন এবং তারা আংশিক সাড়া দিলেও এই প্রক্রিয়া অনন্তকাল চলতে পারে না। “নির্বাচনটি করতেই হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে শুধু অস্থিতিশীলতাই নয়, জাতীয় নিরাপত্তাও বিঘ্নিত হবে,” বলেন তিনি।
রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের প্রসঙ্গে আলী রীয়াজ সতর্ক করে বলেন, “রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনগুলোতে যদি ঐক্যমতে পৌঁছানো না যায়, তাহলে নির্বাচন হলেও মৌলিক কোনো পরিবর্তন আসবে না।” তিনি জানান, সংস্কার কমিশনে কাজের অভিজ্ঞতায় দেখা গেছে, গত ১৬ বছরের সংকট কেবল ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের ফল নয়; দীর্ঘদিনের কাঠামোগত সমস্যার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, “আমরা যদি বর্তমান কাঠামো অক্ষুণ্ন রেখে সামান্য পরিবর্তন করি, তাহলে নির্বাচনের ফলাফল কেবল একজন বিজয়ী ও একটি দলের ক্ষমতায় যাওয়া পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। আমরা চাই একটি সংহত গণতন্ত্র, যা তিন দফা—১৯৭৩, ১৯৯১ ও ২০০৯ সালের—চেষ্টা সত্ত্বেও অর্জন সম্ভব হয়নি।”
অধ্যাপক আলী রীয়াজের মতে, রাষ্ট্রের স্থিতিশীলতা ও গণতন্ত্রকে সুসংহত করতে রাজনৈতিক দলগুলোর এখনই কাঠামোগত সংস্কারে ঐকমত্যে পৌঁছানো অত্যন্ত জরুরি।