জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক ঐকমত্যের ওপর জোর দিলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “জাতির কাছে এমন কোনো নিদর্শন রেখে যেতে চাই না, যেটা দুদিন পরে টিকবে না বা চ্যালেঞ্জ হতে পারে।” তিনি মনে করেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া বর্তমানে আরও জটিল পর্যায়ে পৌঁছেছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে, যেখানে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হয়।
এর আগে গত ১১ সেপ্টেম্বর কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বশেষ বৈঠক করেছিল। সেদিনও সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
জাতীয় ঐকমত্য কমিশনের মতে, জুলাই সনদ শুধু রাজনৈতিক সংস্কারের রূপরেখা নয়; এটি দেশের গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার একটি দীর্ঘমেয়াদি রোডম্যাপ। সনদটি কার্যকর করতে হলে সব দলের সর্বাত্মক রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন বলে কমিশন মনে করে।
বৈঠকে অংশ নেওয়া নেতারা জানান, রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করতে সনদ বাস্তবায়ন অত্যন্ত জরুরি, তবে প্রক্রিয়াটি এগিয়ে নিতে পারস্পরিক আস্থা ও সমঝোতা অপরিহার্য।