সাঁথিয়ার মিয়াপুর স্কুলে হামলার ঘটনায় ছাত্রশিবিরের তীব্র প্রতিবাদ, সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের শাস্তির দাবি

প্রকাশিত: 6:41 pm, September 18, 2025 | আপডেট: 6:41 pm,

সাঁথিয়ার মিয়াপুর স্কুলে হামলার ঘটনায় ছাত্রশিবিরের তীব্র প্রতিবাদ, সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের শাস্তির দাবি

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার মিয়াপুর হাজী জসীম উদ্দিন স্কুল এন্ড কলেজে ছাত্রশিবির নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা এবং মিথ্যা অভিযোগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে সাঁথিয়া প্রেসক্লাব হলরুমে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রশিবিরের নেতারা উপস্থিত ছিলেন।

 

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় আওয়ামী সন্ত্রাসীদের সরাসরি পরিকল্পনায় শিবির কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। অথচ ঘটনার পর উল্টো মিথ্যা অভিযোগে ছাত্রশিবিরকে দায়ী করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

 

বক্তারা জোর দিয়ে বলেন,”আমাদের কোন কর্মী ভাংচুর বা শিক্ষকদের লাঞ্ছনার সাথে জড়িত নয়। যদি কেউ সুনির্দিষ্টভাবে ছাত্রশিবিরকে দায়ী করে প্রমাণ দিতে পারে, তাহলে আমরা যেকোনো শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত।”

 

এ সময় বক্তারা গুরুতর আহত শিবির কর্মী আব্দুল মজিদের কথা উল্লেখ করে বলেন,”শিক্ষক বজলু মুন্সির নেতৃত্বে নির্মমভাবে মারধরের শিকার হয়ে মজিদ বর্তমানে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন। এই হামলার নেপথ্যে যারা রয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।”

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ছাত্র শিবিরের স্কুল কার্যক্রম ও সমাজ সেবা সম্পাদক শিখন মোল্লা, উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মো: সাফাতুল্লাহ্, সাংগঠনিক সম্পাদক মেশকাত হোসেন, আইন বিভাগের সেক্রেটারি রুহুল আমিন, পৌরসভা ছাত্র শিবিরের সেক্রেটারি নুরুন্নবী, ক্ষেতুপারা ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সোহানসহ আরো অনেকে উপস্থিত

 

ছাত্রশিবির নেতারা বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে দেশব্যাপী ছাত্রসমাজের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়বে। এ বিষয়ে সাঁথিয়া থানায় মামলা হয়েছে বলে জানান তারা।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *