নোয়াখালীতে আদালতের নির্দেশে গৃহবধূর লাশ উত্তোলন

প্রকাশিত: 5:47 pm, September 25, 2025 | আপডেট: 5:47 pm,

নোয়াখালীতে আদালতের নির্দেশে গৃহবধূর লাশ উত্তোলন

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলায় আদালতের নির্দেশে দাফনের প্রায় দুই মাস পর এক গৃহবধূর লাশ উত্তোলন করা হয়।

‎বুধবার ( ২৪ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার পূর্ব চর মটুয়া ইউনিয়নের চর কাউনিয়া গ্রামের আলী আজ্জম জামে মসজিদের কবরস্থান থেকে নাছিমা নামে গৃহবধূর লাশ উত্তোলন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। উপজেলা সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ কাউসারী আক্তারের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়েছে।

‎পিবিআই জানায়, নিহত নাছিমার ভাই ও মা অভিযোগ করেন, নাছিমার স্বামী আব্দুস শহীদ এনজিওর ২০ লাখ টাকার ঋণের বোঝা থেকে মুক্তি পেতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছেন। পরে নাছিমার মা বাদী হয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।

‎এর আগে ২৬ জুলাই গভীর রাতে রহস্যজনকভাবে মৃত্যু হয় নাছিমার। আদালতের নির্দেশে বুধবার লাশটি ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *