নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই ও মিথ্যা মামলা পত্যাহারে স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: 8:21 pm, September 25, 2025 | আপডেট: 8:21 pm,

নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই ও মিথ্যা মামলা পত্যাহারে স্বরাষ্ট্র উপদেষ্টা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: তাওলাদ হোসাইন :অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:)  মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবার উৎসবমূখর পরিবেশে ও ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই। এটা ধর্মীয় অনুষ্ঠান এটার পবিত্রতাও রক্ষা করতে হবে। সব ধর্মের লোকজন মিলে উৎসব করতে পারে সে ব্যবস্থা করা হয়েছে।

 

সোমবার সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

 

পরিদর্শন শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন।

 

এ সময় নায়নগন্জের যানজট,নিরোসনে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন। যেখানে প্রতিটা শহরে জায়গা থাকা দরকার ২৫ পার্সেন্ট সেখানে জায়গা আছে মাত্র ৭পার্সেন্ট যানজট তো থাকবেই,তবে যানজট নিরসনে জন্য পর্যাপ্ত পরিমাণ ফ্লাইওভার দরকার তবেই যানজট নিরসন সম্ভব হবে উনি আরো বলেন যারা মিথ্যা মামলায় জর্জরিত অতি শীঘ্রই মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে এবং আর যেন কেউ মিথ্যা মামলায় হয়রানির শিকার না হয় সেজন্য আমরা প্রতিটা জেলায় টিম গঠন করেছি এবং চিঠিও লিখেছি আর যেন কেউ মিথ্যা মামলায় হয়রানির শিকার না হয় সেজন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:)  মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *