পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: বাংলাদশে জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে জুলাই সনদের আইনী বৈধতা ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে এক বিক্ষাভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়।
দুর্গাপুর কেন্দ্রীয় ঈদ গাঁ মাঠে আয়োজিত সমাবেশে বাংলাদশে জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, অধ্যাপক মাওলানা আবুল হাসেম। এ সময় অন্যদের মাঝে উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দিন, দুর্গাপুর পৌরশখার সভাপতি মো. হাবিবুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম সহ বিভিন্ন এলাকা থেকে আগত বাংলাদশে জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ বক্তব্য রাখেন। আলোচনা শেষে এক বিক্ষোভ মিছিল দুর্গাপুর পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। পাশাপাশি জুলাই সনদের আইনি বৈধতা প্রদানসহ ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনরে জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেশের মানুষের মৌলিক অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী শান্তিপুর্ণ গণআন্দোলন চালিয়ে যাবে। একই সঙ্গে সরকারের প্রতি ৫ দফা দাবির দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

