কচুয়া পৌরসভার টেন্ডার ছিনতাইয়ের ঘটনায় দোকান বরাদ্দ বাতিল, প্রশাসকের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের কচুয়া পৌরসভায় টেন্ডার ছিনতাইয়ের ঘটনায় অবশেষে ৭ নম্বর দোকানের বরাদ্দ বাতিল করেছে পৌর প্রশাসন। বৃহস্পতিবার সকাল ১১টায় পৌরসভা কার্যালয়ে জরুরি বৈঠকে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী এই সিদ্ধান্ত নেন।
অভিযোগে জানা যায়, গত ৬ অক্টোবর পৌরসভার দোকান বরাদ্দের দরপত্র জমা দিতে গেলে বিএনপি নামধারী জহিরুল ইসলাম ও আরিফের নেতৃত্বে ৮-১০ জন সন্ত্রাসী পৌর সচিবের সামনে প্রকাশ্যে টেন্ডার ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী মামুনুর রশিদ ও ফখরুল ইসলাম পৌর প্রশাসককে অবহিত করলে তিনি থানায় অভিযোগ দিতে বলেন। কিন্তু পুলিশ ঘটনাস্থলে গিয়ে উল্টো অভিযোগকারীকে তিরস্কার করে।
পরবর্তীতে অভিযোগের কোনো তদন্ত ছাড়াই পৌর প্রশাসক কম মূল্যের দরপত্রে ছিনতাইকারীদের নামে দোকান বরাদ্দ দেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে ব্যাপক সমালোচনা শুরু হয়।
অবশেষে জনঅসন্তোষের মুখে প্রশাসন দোকান বরাদ্দ বাতিল করলেও ভুক্তভোগীরা অভিযোগ তুলেছেন—স্বজনপ্রীতির কারণে ছিনতাইকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

