ইতালির রাজধানী রোমে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বৈঠক

আন্তর্জাতিক ডেস্কঃ
ইতালির রাজধানী রোমে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সোমবার রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর সদর দপ্তরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরাম (ডব্লিউএফএফ) অনুষ্ঠানের ফাঁকে দুই নেতার মধ্যে এই বৈঠক হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দুই দেশের সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
এদিন অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিশ্ব খাদ্য ফোরাম ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন। তিনি বৈশ্বিক খাদ্য ব্যবস্থায় ন্যায়সঙ্গত বণ্টন, কৃষিতে উদ্ভাবন ও তরুণদের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।
এফএও আয়োজিত এই ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও নীতিনির্ধারকরা অংশ নেন।

