যাত্রাবাড়ীতে হিমু (কালু) হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মো. ইউনুস হোসেন রনি ও রায়হান খান: রাজধানীর যাত্রাবাড়ী থানার নবীনগর মেডিবাংলা হাসপাতালের গলিতে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় পাওয়া গেছে—তার নাম হিমু (কালু)।
শনিবার (১৮ অক্টোবর ২০২৫) ভোরে স্থানীয়রা গলির মধ্যে অজ্ঞাতপরিচয় এক তরুণের মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোন করলে যাত্রাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশের প্রাথমিক ধারণা, শুক্রবার রাত ৩টা থেকে ৪টার মধ্যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। শনিবার সকালে যাত্রাবাড়ী থানার পুলিশ ও গণমাধ্যমকর্মীদের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ৫/৬ ঘণ্টা তদন্ত ও পর্যবেক্ষণ চালায়।
তদন্তে মূল আসামি হিসেবে মো. মহসিন (২৩) নামের এক যুবককে সনাক্ত করে পুলিশ। পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে সে যাত্রাবাড়ী থানার পুলিশ হেফাজতে রয়েছে।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানার চৌকস টিম এসআই জুয়েল রানার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

