সিরাজদিখানে দু:সাহসিক অভিযানে দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

প্রকাশিত: 3:23 pm, October 21, 2025 | আপডেট: 3:23 pm,

সিরাজদিখানে দু:সাহসিক অভিযানে দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

দেবব্রত দাস দেব-সিরাজদিখান ( মুন্সীগঞ্জ) : নবাবগঞ্জ, দোহার ও সিরাজদিখানের ৩৮ বন্ধু মিলে কক্সবাজার ভ্রমন করেন। তাও আবার ১৯টি মোটর সাইকেল যোগে। গত ১৬ অক্টোবর তারা রওনা করেন। ২০ অক্টোবর তারা বাড়ি ফিরছিলেন। এ দু:সাহসিক ভ্রমনে সবাই বাড়ি ফিরছিলেনও ফিরেনি সামিউল ইসলাম (২১) ও ইমন ভূঁইয়া (২২) নামে দুই বন্ধু।

 

সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বন্ধু ইমনকে সিরাজদিখানের বাড়িতে পৌছে দেয়ার সময় ঢাকা-মাওয়া-ভাঙা এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী সেতুর উপর অজ্ঞাত গাড়ির ধাক্কায় তাদের মর্মান্তিক মৃত্যু হয়।

 

নিহত সামিউল ইসলাম ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ভৈরাহটি গ্রামের প্রবাসী মো. লিয়াকত শেখের একমাত্র ছেলে। নিহত ইমন ভূঁইয়া সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামেরে সেন্টু ভূইয়ার ছেলে।

 

নিহত সামিউলের দাদা শেখ আব্দুল বারেক জানান, গত ১৬ অক্টোবর মোটরসাইকেলে যোগে বন্ধুদের সাথে কক্সবাজার বেড়াতে যায়। এ বেড়াতে যাওয়ায় পরিবারের সম্মতি ছিল না। বেড়ানো শেষে সোমবার (২০ অক্টোবর) বাড়ি ফিরছিলো। সাথে থাকা বন্ধু ইমনকে বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলো। ধলেশ্বরী সেতুর উপর এলে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সাথে মোটর সাইকেলের ধাক্কা লেগে পড়ে যায়। তারা দুজন ঘটনাস্থলেই মারা যায়।

 

তিনি আরও জানান, নিহত সামিউল এ বছর সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

 

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আবু নাঈম সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞান গাড়ির সাথে ধাক্কা লেগে পড়ে গিয়ে তাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *