নোয়াখালীতে র্যাব-১১ এর অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী ‘চান্দা ডাকাত’ গ্রেফতার — বিদেশি পিস্তল, গুলি ও মোটরসাইকেল উদ্ধার

রায়ণগঞ্জ থেকে তাওলাদ হোসাইন:দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাস দমনে প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জঙ্গিবাদ, অস্ত্র ও মাদক ব্যবসায়ী, সাজাপ্রাপ্ত আসামি, ধর্ষণকারী ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার ধারাবাহিকতায় র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এর একটি আভিযানিক দল বিশেষ সাফল্য অর্জন করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ অক্টোবর ২০২৫ তারিখ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে নোয়াখালী জেলার চরজব্বর থানাধীন চর ওয়াপদা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা। আল-আমিন বাজার থেকে দক্ষিণে হোসনেয়ারা বাড়ি যাওয়ার পথে পেটকাটা খাল সংলগ্ন তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী চাঁন মিয়া (৩৮) ওরফে চান্দা ডাকাত-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত চাঁন মিয়ার পিতা আব্দুল বাতেন ও মাতা নুর জাহান বেগম। তার বাড়ি চরজব্বর থানার ৪ নম্বর ওয়ার্ডের চর আলাউদ্দিন গ্রামে (মোজাম সর্দারের বাড়ি)। অভিযানে তার কাছ থেকে একটি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল (Made in USA খোদাইকৃত), একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং কালো-নীল রঙের Yamaha Fazer ১৫০ সিসি মোটরসাইকেল (নম্বর ঢাকা মেট্রো-ল-৪৪-১৩৬৭) উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত চান্দা ডাকাত এলাকায় দীর্ঘদিন ধরে অস্ত্রের মহড়া দেখিয়ে স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শন, জুলুম-নির্যাতন ও চাঁদাবাজি করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি ব্যবহার করে বিভিন্ন দাঙ্গা ও অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিল।
র্যাব সূত্রে আরও জানা যায়, চাঁন মিয়ার বিরুদ্ধে চরজব্বর ও হাতিয়া থানায় হত্যাচেষ্টা ও অন্যান্য গুরুতর অপরাধে একাধিক মামলা রয়েছে। দেশব্যাপী লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাব-১১ এর চলমান অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়।
র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী জানিয়েছে, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে, এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

