দৌলতপুরে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় মণ্ডল গ্রুপের সর্দার সোহেল মণ্ডল গ্রেফতার

প্রকাশিত: 11:06 am, November 5, 2025 | আপডেট: 11:06 am,

দৌলতপুরে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় মণ্ডল গ্রুপের সর্দার সোহেল মণ্ডল গ্রেফতার

জেসমিন আক্তার রোদেলা: কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় জড়িত প্রধান আসামি ও মণ্ডল গ্রুপের সর্দার সোহেল মণ্ডলকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

 

র‍্যাব সূত্র জানায়, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধের তদন্ত ও আসামি গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

 

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১, সদর কোম্পানি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ৪ নভেম্বর, ২০২৫ ইং তারিখ রাত ৮টা ২০ মিনিটে ফতুল্লা থানাধীন কাশিপুর দেওয়ানবাড়ি কবরস্থান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে কুষ্টিয়ার আলোচিত দৌলতপুর সংঘর্ষ মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি সোহেল মণ্ডল (৪০), পিতা—নওয়াব মণ্ডল, সাং—বাগোয়ান, কান্দিরপাড়া, থানা—দৌলতপুর, জেলা—কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়।

 

এজাহার ও গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর, ২০২৫ ইং তারিখ দিবাগত রাতে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া গ্রামে স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে বায়জীদ সরদার গ্রুপ ও সোহেল মণ্ডল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে দুইজন নিহত ও পাঁচজন আহত হন। নিহতরা হলেন— সারফান সরদার (৩৫), পিতা—বিছার সরদার এবং বায়জীদ সরদার (৪৫), পিতা—হাসেম সরদার। সংঘর্ষ চলাকালীন সারফান সরদার ঘটনাস্থলেই নিহত হন এবং গুরুতর আহত বায়জীদ সরদার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বায়জীদ সরদার ও সোহেল মণ্ডল গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে সংঘর্ষের ওই ভয়াবহ ঘটনাটি ঘটে।

 

গ্রেফতারকৃত আসামি সোহেল মণ্ডলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

র‍্যাব জানায়, সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *