মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বাসে আগুন

মো নাহিদুর রহমান শামীম : মানিকগঞ্জের শিবালয় উপজেলায়, ঢাকা-আরিচা মহাসড়কের, সংলগ্ন সারমানো ফিলিং স্টেশনে পার্কিং করা মুন্নু, ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ওই দিনও বাসটি ফিলিং স্টেশনের মাঠে পার্ক করে রাখা ছিল। হঠাৎ করেই গাড়ির ভেতর থেকে আগুন জ্বলে ওঠে এবং মুহূর্তের মধ্যেই আগুনটি পুরো বাসে ছড়িয়ে পড়ে।
রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
স্থানীয়দের খবর পেয়ে নবগ্রাম ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ঢাকা মেট্রো-ব-১০-০৬৬৮ নম্বরের বাসটি আংশিকভাবে পুড়ে যায়, তবে ভেতরে কেউ না থাকায় বড় ধরনের ক্ষতি বা প্রাণহানি ঘটেনি।
স্থানীয়দের ভাষ্যমতে, বাসটি হঠাৎ ধোঁয়া ও আগুনে জ্বলতে শুরু করলে আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শিবালয় থানার ইন্সপেক্টর (তদন্ত) মানবেন্দ্র বালো।
তিনি বলেন, “আসলে বাইরে থেকে আটকানো অবস্থায় ভেতরে আগুন লেগেছে। এটি দুর্ঘটনা নাকি কেউ ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দিয়েছে – বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
ঘটনাটি নিছক দুর্ঘটনা, নাকি নাশকতার ইঙ্গিত বহন করছে- তা এখনো পরিষ্কার ন। বিষয়টিকে রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা।

