শনির আখড়ায় র‌্যাব-১০ এর অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: 7:15 pm, November 22, 2025 | আপডেট: 7:15 pm,

শনির আখড়ায় র‌্যাব-১০ এর অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেসমিন আক্তার রোদেলা: রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ এর পৃথক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে আনুমানিক দশ লক্ষ আশি হাজার টাকা মূল্যমানের ৩৬ কেজি গাঁজা।

 

র‌্যাব জানায়, ২২ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ১১টা ৩৫ মিনিট এর দিকে র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনির আখড়ায় অভিযান পরিচালনা করে। এ সময় দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—

১. মোঃ মাসুদ (২৮), পিতা রফিকুল ইসলাম, সাং- বড় আলমপুর, থানা–কোতোয়ালী, জেলা–কুমিল্লা

২. মোঃ রবিউল আলম (৩২), পিতা মৃত ইব্রাহীম, সাং– আড়াইওড়া, থানা–কোতোয়ালী, জেলা–কুমিল্লা।

 

র‌্যাব জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে ডিএমপি’র যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

 

র‌্যাব-১০ জানায়, মাদক সমাজের জন্য ভয়াবহ হুমকি। মাদক ব্যবসা যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা বাড়াচ্ছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতিতে অবিচল থেকে র‌্যাব মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *