শ্রীনগরে র্যাব-১০ এর অভিযানে ১১৮ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেসমিন আক্তার রোদেলা: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ১১৮ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে পূর্ব হাসাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রায় ৩৫ হাজার ৪০০ টাকা মূল্যের ১১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মোঃ স্বপন (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তিনি সিরাজদিখান উপজেলার লক্ষীবিলাশ এলাকার মৃত আরফান শেখের ছেলে। তার বিরুদ্ধে সিরাজদিখান থানায় পূর্বেও একটি মাদক মামলা রয়েছে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত স্বপন দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে মুন্সীগঞ্জ জেলা ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
র্যাব আরও জানায়, মাদক সমাজ ও পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে মাদকবিরোধী অভিযানে “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

