কেরানীগঞ্জে গ্যাস সংকট ঘনীভূত: জিনজিরা শাখার ঠিকাদারদের বিরুদ্ধে অবৈধ সংযোগ বাণিজ্যের অভিযোগ

প্রকাশিত: 11:19 am, November 29, 2025 | আপডেট: 11:19 am,

কেরানীগঞ্জে গ্যাস সংকট ঘনীভূত: জিনজিরা শাখার ঠিকাদারদের বিরুদ্ধে অবৈধ সংযোগ বাণিজ্যের অভিযোগ

কেরানীগঞ্জ প্রতিনিধি:
কেরানীগঞ্জে দিন দিন তীব্র হচ্ছে গ্যাস সংকট। বাসা-বাড়িতে রান্না করা দায় হয়ে দাঁড়িয়েছে—গ্যাসের চাপ কম, কখনো আসে তো কখনো আসে না। অথচ এলাকাজুড়ে ঢালাই ফেক্টরীর ভাট্টি, ডাইং ফ্যাক্টরি, ওয়াশ ফ্যাক্টরি, বেকারীসহ বিভিন্ন শিল্প-কারখানায় গ্যাসের প্রবাহ ঠিকই সচল। অভিযোগ উঠেছে, তিতাস ট্রান্সমিশন লিমিটেডের জিনজিরা শাখার একাধিক ঠিকাদার রাতের আঁধারে শিল্প-কারখানায় অবৈধ সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

এ ব্যাপারে জিনজিরা শাখার নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মচারী জানান, “ঠিকাদারগণ বহুদিন ধরে ঢালাই ফ্যাক্টরি, ডাইং-ওয়াশ মিল, বেকারী কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধভাবে গ্যাসের লাইন দিচ্ছে। এসব সংযোগের জন্য তারা বড় অঙ্কের টাকা আদায় করছে। এতে এলাকায় গ্যাসের চাপ মারাত্মকভাবে কমে গেছে, যার ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।” তিনি কালিন্দী ইউনিয়নের বেশ কয়েকটি ঠিকানা উল্লেখ করে বলেন, আপনারা সাংবাদিকরা গেলেই দেখতে পাবেন সেখানে গ্যাসে ভাট্টি কারখানা চলছে। তাদেরকে জিজ্ঞেস করেন তাদের লাইন সংযোগ বৈধ কিনা? তিনি প্রশ্ন করে, বলেন তো এই অবৈধ লাইন সংযোগ কে দিয়েছে? আপনারা সরজমিনে যান, অনুসন্ধান করেন।

তিনি আরও অভিযোগ করেন, “এই অনিয়ম ও অবৈধ সংযোগ শুধু ঠিকাদারদের পক্ষে সম্ভব নয়। আমাদের অফিসের কিছু বড় কর্মকর্তা এতে জড়িত। কর্তৃপক্ষ শক্তভাবে অনুসন্ধান করলে পুরো চক্রের বিরুদ্ধে প্রমাণ মিলবে।”

স্থানীয় বাসিন্দারা বলছেন, ফ্যাক্টরি মালিকদের কাছে মোটা অঙ্কের বিনিময়ে গ্যাস সংযোগ বেচাকেনা হলেও সাধারণ গ্রাহকের ন্যূনতম চাহিদা পূরণ করছে না তিতাস। রান্না করতে না পেরে অনেক পরিবারের সদস্যদের বাইরে খাবার কিনতে হচ্ছে, যা অতিরিক্ত খরচ ও দুর্ভোগ বাড়িয়ে দিচ্ছে।

গ্যাস সরবরাহের এমন ভয়াবহ পরিস্থিতির দ্রুত সমাধান এবং অবৈধ সংযোগ দমন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি তদন্ত ও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন কেরানীগঞ্জবাসী।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *