পাঁচবিবিতে বাগানের ক্ষতি করায় শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: 6:36 pm, December 2, 2025 | আপডেট: 6:36 pm,

পাঁচবিবিতে বাগানের ক্ষতি করায় শিক্ষার্থীদের বিক্ষোভ

পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবির সীমান্তঘেঁষা আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুল বাগানের ক্ষতি করার অভিযোগ পাওয়া গেছে। রাতের আঁধারে কে বা কারা বিদ্যালয়ের সামনে লাগানো বিভিন্ন ধরনের ফুল-ফলের গাছগুলো ভেংগে ও উপরে ফেলে। শিশুদের স্বপ্নের ফুল বাগান ক্ষতি করায় ক্ষিপ্ত হয়ে প্রতিষ্ঠান প্রাঙ্গনে শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবক ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।

পাঁচবিবিতে বাগানের ক্ষতি করায় শিক্ষার্থীদের বিক্ষোভ

থানায় লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, গত রোববার রাতের অন্ধকারে কে বা কারা বিদ্যালয়ের সামনে লাগানো ডালিম, জলপাই, পেয়ারা, আতা, জবা, গাঁদা, চেরি, গোলাপ, টগর ও পাতাবাহার সবমিলিয়ে ২৯’টি ফুল ফলের গাছ ভেংগে ও উপরে ফেলে নষ্ট করা হয়। এছাড়া বাগানের গ্রীল খুলে নিয়ে যায় এবং বিদ্যালয়ের প্রতিটি রুমের তালা নষ্ট করে ফেলে।

 

অষ্টম শ্রেণীর একাধিক শিক্ষার্থী বলেন, আমাদের বিদ্যালয়ের চারদিকে বাউন্ডারি আছে। স্কুল চলাকালীন এলাকার কিছু ছেলে খেলাধুলা করে এবং আমাদেরকে নানান ধরনের কথা বলে। তারা আরো বলে, আমাদের স্বপ্নের বাগানের ক্ষতি যারা করেছে তাদের বিচার চাই।

 

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোছা: নাসরিন আকতার বলেন, বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করা হয়েছে। তিনি আরো বলেন, শিক্ষা অফিসের পরামর্শে পঠিত বিচারের আশায় থানায় লিখিত অভিযোগ করেছি।

 

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নিয়ামুল হক বলেন, এবিষয়ে অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *