যাত্রাবাড়ীতে আওয়ামী লীগ নেতা হারুনর রশীদ মুন্না গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৫ আসনে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এবং যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্নাকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে যাত্রাবাড়ী এলাকার একটি নির্দিষ্ট স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, গ্রেফতারের পর হারুনর রশীদ মুন্নার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। বিষয়টি তদন্তাধীন থাকায় এ মুহূর্তে বিস্তারিত জানানো সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

