ঢাকা–০৪ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করলেন তানভীর আহমেদ রবিন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–০৪ (শ্যামপুর–কদমতলী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন তানভীর আহমেদ রবিন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনারের কাছে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিল শেষে তানভীর আহমেদ রবিন বলেন, বিগত তিনটি নির্বাচনে দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী নির্বাচন গুলোতে দিনের ভোট রাতে হয়েছে এবং আমি আর ডামি প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন সম্পন্ন করা হয়েছে।
তিনি আরও বলেন, এবার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী। সেই সঙ্গে এলাকার জনগণ যদি তাকে নির্বাচিত করার সুযোগ দেন, তবে শ্যামপুর–কদমতলী এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিবেদিত রাখবেন বলে প্রতিশ্রুতি দেন।
মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
