বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রাষ্ট্রপতির শোক, রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি উল্লেখ

প্রকাশিত: 11:57 am, December 30, 2025 | আপডেট: 11:57 am,

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রাষ্ট্রপতির শোক, রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি উল্লেখ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু রাষ্ট্রের জন্য এক অপূরণীয় ক্ষতি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দেওয়া এক শোকবার্তায় রাষ্ট্রপতি এ কথা বলেন।

শোকবার্তায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। দেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনীতিতে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

রাষ্ট্রপতি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাই যেন মরহুমার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তার আত্মার শান্তি কামনায় দোয়া ও প্রার্থনা করেন।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং দীর্ঘদিন দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিয়েছেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *