ভিজিএফ এর ১০ কেজি করে চাল বিতরণে অনিয়ম। দালালদের কারসাজি। উর্ধতনরা নিরব।
হীমেল কুমার মিত্র
স্টাফ রিপোর্টারঃ
দুর্ণীতির চরম শিখরে কুড়িগ্রামের উলিপুরের পান্ডুল ইউনিয়ন।
আজ (১৯ এপ্রিল) বুধবার ঈদ উপহার উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরন হচ্ছে পান্ডুল ইউনিয়ন পরিষদে।
পাচ্ছেনা দরিদ্রপরিবার
এখানে শুধু দালালের কারবার।
মাঠ ঘুরে দেখা যায় অন্যান্য ইউনিয়নে হত দারিদ্রের মাঝে চাল বিতরণের অনিয়ম ধরা না পড়লেও পান্ডুলে তা স্পস্ট।
প্রতি একজনের হাতে ৩থেকে ৫, ৭, ১৫, ২০, করে কার্ডের স্লীপ জমা রয়েছে।
জানতে চাইলে দৌঁড়ে পালায় আর বলতে থাকে আমার কাছে মাত্র ২০টি কার্ড।
এলোক পরিষদের কোন সদস্য নয় তবে জানা যায় তারা দালাল চক্র বটে।
চোরের মত দৌঁড় দেখে হতবাক সকলে।
আজকে কিছু ভিডিও তথ্যে জানা যায়,
পান্ডুল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম এই দালাল চক্র দিয়ে ভিজিএফ এর চাল তুলে নিচ্ছেন।
বিষয়টি জানতে চাইলে
চেয়ারম্যান আমিনুল ইসলাম ক্ষিপ্ত হয়ে উঠেন
এবং চাল দেয়া বন্ধ করে দেন।
হতদরিদ্রদের মাঝে সঠিক ভাবে চাল পৌঁছেনা এমন অভিযোগ এলাকায় আনাচে কানাচে।
অভিযোগ কারীগণ নিজেকে প্রকাশ করতে রাজি নন।
দালালের ১০কেজি চালের স্লীপ ধারীরা আরও বলেন,
প্রতিজনকে চাল মেপে দিলে ভাল হয়।
কারণ একজনের হাতে চালের বস্তা দিচ্ছেন তারা আমাদের পাত্তা দিচ্ছেননা।
এমনটি হলে শত শত দরিদ্রপরিবার এই ভিজিএফ এর চাল থেকে বঞ্চিত হবে।
যারা হত দরিদ্র স্লীপ পাওয়ার যোগ্য পরিষদে খুব চোখে পড়তে দেখা যায়।
ট্যাগ অফিসারের অনুপস্থিতে চাল বিতরণ করছেন ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম।
সাংবাদিকের উপস্থিতি দেখে চাল দেয়া বন্ধ করেন।
তথ্য জানতে চাইলে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে উঠেন। বিষয়টি উপজেলা (ইউএনও ) শোভন রাংসা নির্বাহীকর্মকর্তা কে জানালে তিনি বলেন বিষয়টি দেখা হবে আপনি আরো ভাল করে তথ্য সংগ্রহ করে আমাদের জানান।
কুড়িগ্রাম জেলা প্রশাসনকে জানালে তিনি বলেন
কোন দুর্ণীতি করার সুযোগ দেয়া হবেনা আমরা এই মুর্হতে খোঁজ নিচ্ছি।