পটুয়াখালীতে বজ্রপাতে একজনের মৃত্যু

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৩ | আপডেট: ৯:৫৬ অপরাহ্ণ,

মোঃ হাফিজুল ইসলাম শান্ত: পটুয়াখালী সদর উপজেলার ১ নং লাউকাঠী ইউনিয়নে বজ্রপাতে আলমগীর খাঁন (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত আলমগীর পেশায় একজন রাজমিস্ত্রী পাশাপাশি নিজের কৃষি খেত খামার রয়েছে। নিজের খেতে কাজ করতে গিয়ে তার মৃত্যু হয়।

শুক্রবার (২৮ এপ্রিল) তারিখ লাউকাঠী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দক্ষিন জামুরা গ্রামে বিকেল আনুমানিক সোয়া ৫ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানাগেছে, নিহত আলমগীর খাঁন দক্ষিণ জামুরা গ্রামের মৃত মালেক খাঁনের ছেলে, মাতার নাম সুফিয়া বেগম। পারিপারিক সুত্রে নিহত আলমগীর খাঁন নিজ এলাকার সিপাই বাড়ির পশ্চিম পাশের মাঠে মুগডাল খেতে কাজ করতে যান। বিকেলে হঠাৎ আকাশে বিজলি চমকায় এসময় বজ্রপাত হয়। পরে প্রতিবেশী লোকজন তাকে মৃত অবস্থায় মুগডাল খেতে পরে থাকতে দেখে পরিবারের লোকজন খবর দেয়। পরিবারের লোকজন খবর পেয়ে মুগডাল খেতে আলমগীর খাঁন এর মৃত্যু দেহ দেখতে পায়।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে আইনি প্রক্রিয়ার ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *