ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল এ মাসের শেষে ভারত যাচ্ছে 

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৩ | আপডেট: ৩:১৩ অপরাহ্ণ,

 

হীমেল কুমার মিত্র:ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল চলতি জুলাই মাসের শেষ সপ্তাহে ভারত সফরে যাচ্ছে। প্রতিনিধিদলটি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

 

দলে আওয়ামী লীগের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ ৫ জন নেতা থাকবেন বলে আওয়ামী লীগের একাধিক সূত্র হতে জানা গেছে।

 

আওয়ামী লীগের কেন্দ্রীয় একটি সূত্র জানায়, দলের মধ্যে আলোচনায় প্রাথমিকভাবে ৫ জনের একটি প্রতিনিধিদলের তালিকা রয়েছে। এই তালিকায় আছেন সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম ও সংসদ সদস্য আরমা দত্ত।

 

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী জানান, সফরের দিন তারিখ এখনো চুড়ান্ত হয়নি বলেই জানি। তবে এ মাসের শেষের দিকে সফরটি আয়োজনের সম্ভাবনা আছে।

 

দলীয় একটি সূত্রে জানা যায়, সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা ভারতের প্রধানমন্ত্রী, বিজেপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

 

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার নানা বিষয়ে আলোচনা হবে।

 

উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরে বঙ্গবন্ধু,র জৈষ্ঠ্য কন‍্যা, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে যাবেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *