খুলনায় বাসের ধাক্কায় মোটরসাই‌কেল আরোহী গৃহবধূর মৃত্যু: স্বামী গুরুতর আহত

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৩ | আপডেট: ৩:০৮ অপরাহ্ণ,

মোঃ খাইরুজ্জামান সজিব : খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সোনিয়া আক্তার নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর লবণচরা থানার বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সোনিয়া আক্তার জি গ্যাস কোম্পানি কর্মকর্তা আব্দুল আলীমের স্ত্রী। তারা দাকোপ উপজেলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। লবণচরা থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান বলেন, আলীম দম্পতি রাজবাড়ী জেলার বাসিন্দা। চাকরির সুবাদে তারা খুলনার দাকোপ উপজেলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার হওয়ায় তারা ঘুরতে বের হন। বিকাল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলে নগরীর জিরোপয়েন্টের পৌছায় ঐ দম্পতি। এ সময় পেছন থেকে বিআরটিসির একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে সোনিয়া রাস্তার ওপর পড়ে গেলে বাসটির চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে সোনিয়া আক্তারের মৃত্যু হয়। এ ঘটনায় গৃহবধূর স্বামী আব্দুল আলীম গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এসআই সাইদুর তিনি আরো বলেন, বাসটির চালক গৃহবধূকে চাপা দিয়ে জিরোপয়েন্টের দিকে চলে যায়। কিন্তু পুলিশ বাসটিকে আটক করতে সক্ষম হয়। তবে চালক ও হেলপার পলাতক।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *