পারিবারিক বিরোধে ছোট ভাইকে পিটিয়ে হাসপাতালে পাঠালো বড় বোন ও ভাগ্নে
নিজস্ব প্রতিবেদক: পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়ায় ফেরদৌস আলী (৩৫) নামে এক মোদি দোকানদার কে মারধর করার অভিযোগ উঠেছে আপন বড় বোন বেদনা বেগমের বিরুদ্ধে।
মঙ্গলবার (১১ই জুলাই) ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা কমপ্লেক্স এ ঘটনা ঘটে। আহত ফেরদৌস ঢাকা মিডফোর্ড হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে বাসায় চিকিৎসাধীন অবস্থায় আছে।
বেদনা বেগম (৪০) তার বড় ছেলে মেরাজ (১৮) ছোট ছেলে রাজু (১২) ও মেয়ে স্মৃতি (২০) নামে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোহাম্মদ ফেরদৌস আলীর পিতা ওমর আলীর নামে প্রায় ১৫ শতাংশ জমি রয়েছে। ইতিপূর্বে বেদনা বেগম ও শামসুন্নাহার এবং তার বড় ভাই মিলে সুকৌশলে ১০ শতাংশ জমি লিখে নেয় এবং পরে সেগুলো বিক্রি করে। বাকী জমিও লিখে নেওয়ার জন্য কৌশলে তার বড় ভাইকে দিয়ে পিতা ওমর আলীর উপর ১১ জুলাই দুপুরে নির্যাতন চালায়।
এ সময় ফেরদৌস আলী দোকানের মালামাল ক্রয় সংক্রান্ত কাজে জুরাইন বাজারে অবস্থান শেষে বাড়িতে ফিরে এ ঘটনা জানতে পারে। তখন ফেরদৌস পিতাকে বাড়িতে না পেয়ে বিভিন্ন হাসপাতালে খোঁজ করে এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পিতার নিখোঁজের জন্য সাধারণ ডায়েরি করতে গেলে সেখানে দেখেন তার বড় বোন বেদানা বেগম পিতাকে নিয়ে তার (ফেরদৌস আলী) বিরুদ্ধে অভিযোগ দায়েরের জন্য থানার ভিতরে প্রবেশ করছেন ।
সেই সময় ফেরদৌস পিতাকে আবেগে জড়িয়ে ধরে কান্না শুরু করলে বেদানা বেগম ও তার দুই ছেলে মেরাজ ও রাজু, মেয়ে স্মৃতি তার উপর হামলা চালায়।
এ সময় ফেরদৌস মারাত্মকভাবে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান।
ঐদিন রাত ১১ টায় বেদনা বেগমের দুই ছেলে তাদের অন্যান্য সাংগোপাঙ্গ ও কিশোর গাঙ্গে নিয়ে ফেরদৌসের বাড়িতে এসে বিভিন্ন ধরনের গালিগালাজ ও হুমকি প্রদান করে। এই ঘটনার পর থেকে ফেরদৌস ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।