চাঁনহাটে মাদ্রাসা ছাত্র নিখোঁজের ৬ দিনেও খোঁজ মেলেনি 

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৩ | আপডেট: ১১:৪৯ অপরাহ্ণ,

হীমেল কুমার মিত্র: রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের পূর্ব চাঁনহাট গ্রামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হওয়ার ৬ দিন অতিবাহিত হলেও তার কোন সন্ধ্যান পায়নি পুলিশ।

 

এতে পরিবারের লোকজনের উদ্বেগ ও উৎকণ্ঠা দিন দিন বেড়েই চলেছে।

 

পারিবারিক সূত্রে জানা গেছে উপজেলার কুর্শা ইউনিয়নের পূর্ব চাঁনহাট গ্রামের জয়নাল আহমেদ এর পুত্র মোঃ শাকিবুল হাসান সম্রাট (১৩) বরুয়াহাট আরাফাতিয়া হাফেজিয়া ও নূরানী মাদ্রাসায় হিফজ বিভাগে পড়ালেখা করত। সে গত ৯ জুলাই বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বরুয়াহাট উচ্চ বিদ‍্যালয় মাঠে খেলাধুলা করতে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি। আত্মীয় স্বজন সহ সম্ভাব‍্য সব জায়গায় খোঁজা খুঁজি করে ষষ্ঠ দিনে অতিবাহিত হওয়ার পরেও তার সন্ধ্যান পাওয়া যায়নি।

 

পরিবারের লোকজন একটি সূত্রে জানতে পারে প্রতিবেশি বাবুল মিয়ার পুত্র লাভলু মিয়া (১৬) ঈদের ছুটিতে বাড়িতে আসে এবং ঢাকা যাওয়ার সময় শাকিবুল হাসান সম্রাট তার কাছে তার সাথে ঢাকায় যায়। ট্রেন যোগে কমলাপুর স্টেশনে নামের পর শাকিবুল হাসান নিখোঁজ হয়। তার সঙ্গী লাভলু মিয়া ও পরিবারের লোকজন কেউই তার খোঁজ পাচ্ছে না।

 

এ বিষয়ে কাউনিয়া থানায় একটি নিখোঁজ ডায়রি করা হয়েছে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোত্তাছের বিল্লাহ জানান, শাকিবুল হাসান সম্রাটের মা সখিনা বেগম থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন। বিভিন্ন থানায় নিখোঁজ বার্তা পাঠানো হয়েছে। তার সন্ধ্যানে পুলিশ তৎপর রয়েছে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *