স্বৈরাচারীদের থাবা থেকে দেশে গণতন্ত্র এনেছে আওয়ামী লীগ: জয়

প্রকাশিত: ৮:৫৩ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২৩ | আপডেট: ৮:৫৩ পূর্বাহ্ণ,

হীমেল কুমার মিত্র: বঙ্গবন্ধু’র জৈষ্ঠ্য কন‍্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘আওয়ামী লীগ স্বৈরাচারী-উগ্রপন্থীদের সহিংস থাবা মোকাবিলা করে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে।’

 

(১৯ জুলাই) বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি তথ্যচিত্র আপলোড করে বাংলায় এই পোস্ট দেন তিনি।

 

সজীব ওয়াজেদ জয় লিখেছেন, ‘১৯৭১ সালে পাকিস্তানিদের কাছ থেকে বিজয় ছিনিয়ে আনার পরও বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সংগ্রাম করতে হয়েছে আরও অনেক বছর। ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশে শুরু হয় পাকিস্তানি ধারার স্বৈরশাসন।

 

জয় লেখেন, ‘নিজেদের অপশাসনকে বৈধতা দিতে আইয়ুব-ইয়াহিয়ার মতোই পদ্ধতি অবলম্বন করে দেশের গণতন্ত্রকে ভুলুন্ঠিত করে মোশতাক, জিয়া ও এরশাদ।’

 

তিনি আরও লেখেন, ‘স্বাধীনতার পর থেকে স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামীকে এ দেশের রাষ্ট্রপ্রধানেরাই শোষণ করে দেশে রাজনীতি করার সুযোগ দেয়। আবারও পাকিস্তানের গোলামী করার আকাঙ্ক্ষায় দেশকে ডোবাতে থাকে দিনের পর দিন। এই স্বৈরাচারী-উগ্রবাদীদের হিংস্র থাবার মোকাবিলা করে দেশে বার বার গণতন্ত্র ফিরিয়ে আনে আওয়ামী লীগ।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *